পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় পুকুরের পানিতে পড়ে আল আমিন (১৮) নামে সাঁতার না জানা এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার মির্জাপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। সে ওই এলাকার শহিদুল ইসলামের ছেলে এবং আটোয়ারী মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজের প্রথম বর্ষের ছাত্র।
মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ওমর আলী জানান, আল আমিন তাদের নতুন নির্মাণাধীন পাঁকাঘরে পাশের পুকুর হতে সেচপাম্প দিয়ে পানি দেওয়ার জন্য পাইপ নিয়ে ঘরের দেয়ালে উঠে। এ সময় অসাবধানতা বশত তার পা পিছলে পুকুরের গভীর পানিতে তলিয়ে যায় সে। তার মা ছেলেকে দেখতে না পেয়ে খোঁজাখুজিঁর এক পর্যায়ে পুকুরের পানিতে তার লাশ ভাসতে দেখে। পরে স্থানীয় লোক জন আল আমিনকে তাৎক্ষনিক উদ্ধার করে আটোয়ারী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। আল আমিন সাঁতার জানতো না বলে তার চাচা তরিকুল ইসলাম জানিয়েছেন।
আটোয়ারী থানার ওসি মো. ইজারউদ্দিন পুকুরের পানিতে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।