লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারীতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে ফারুক হোসেন (৪২) নামে এক কলেজ শিক্ষককে আটক করেছে আদিতমারী থানা পুলিশ।
শুক্রবার আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নের কিসামত চন্দ্রপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ।
আটক কলেজ শিক্ষক একই এলাকার মৃত ফজলুল হকের ছেলে। তিনি কালীগঞ্জ উপজেলার দুহুলী টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের মানব সম্পদ বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত।
পুলিশ ও অভিযোগ সুত্রে জানাগেছে , উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গোবধা গ্রামের রিতা খাতুনকে বিয়ে করেন কলেজ শিক্ষক ফারুক হোসেন। বিয়ের কিছুদিন পর থেকে এক সহকর্মীর সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েন কলেজ শিক্ষক । স্বামীর পরকীয়া বাঁধা দেয়ায় বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতন চালাত।
এদিকে কলেজ শিক্ষকের পরকীয়া নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলছিল। এরই জের ধরে কলেজ শিক্ষক ফারুক হোসেন তার স্ত্রী রিতাকে বেধম মারপিট করেন। স্থানীয়রা রিতাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় গৃহবধু রিতা বাদি হয়ে স্বামী ফারুক হোসেনের বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে আদিতমারী থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে থানা পুলিশ বিষয়টি মামলা হিসেবে নথিভুক্ত করেন। এ মামলায় অভিযান কলেজ শিক্ষক ফারুক হোসেনকে গ্রেফতার দেখানো হয়েছে ।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কলেজ শিক্ষককে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।