লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট মুক্ত দিবস উপলক্ষে আদিতমারীতে ব্রাইটার টুমোরো ফাউন্ডেশন (বিটিএফ) এর উদ্যোগে সুবিধা বঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রবিবার (৬ ডিসেম্বর) আদিতমারীস্থ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সহযোগিতায় আদিতমারী সরকারি কলেজ মাঠে শীতবস্ত্র ও খাবার বিতরণ করা হয়। এর আগে দিবসটি উপলক্ষে আনন্দ র্যালী ও পুস্পস্তবক অর্পণ করা হয়।
৬ ই ডিসেম্বর লালমনিরহাট হানাদারমুক্ত দিবস। এই দিনেই বাংলাদেশের প্রথম জেলা হিসেবে লালমনিরহাট পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয়। দিবসটি উপলক্ষে আদিতমারীস্থ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সকাল দশটায় একটি আনন্দ র্যালী বের করা হয়। র্যালীটি আদিতমারী রেলস্টেশন থেকে বের হয়ে বুড়িরবাজারস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। শহীদদের শ্রদ্ধায় এক মিনিট নিরবতা শেষে লালমনিরহাট হানাদারমুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট মুক্ত দিবস উপলক্ষে আনন্দ র্যালী ও পুস্পস্তবক অর্পণ
আলোচনা সভা শেষে আদিতমারী সরকারি কলেজ মাঠে ৫০ জন সুবিধা বঞ্চিতদের মাঝে কম্বল ও এক বেলা আহার বিতরণ করা হয়। পরে শিক্ষার্থীরা সাংগঠনিক আলোচনা শেষে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।
এসময় উপস্থিত ছিলেন আহসানুল ইসলাম সম্রাট (রাবি), মওদুদ রাজু (বাকৃবি), জোনায়েদ জুলফিকার (পাবিপ্রবি), জুলফিকার আরাফাত পরশ(জবি), মুন ইমু মুন (বেরোবি), রবিউল ইসলাম (চবি), জুয়েল তাইফ (ঢাবি), মিঠুন খন্দকার (বেরোবি), শারমিনা রহমান মেঘলা (রাবি), আব্দুর রাজ্জাক (জাবি), আশরাফুল আলম রিপন(বশেমুরপ্রবি), মোরসালিন মুরাদ(হাবিপ্রবি) প্রমুখ।