জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুর সাড়ে ১২ ফুলবাড়ী উপজেলা আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের এ বিক্ষোভ মিছিলটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তিনকোনা মোড়ে সমবেত হয়ে সমাবেশ করে। বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুল আলম মন্ডল বুলবুল, সহ-সভাপতি নুরে আলম কবির লেবু, মিজানুর রহমান বকসী, সাধারণ সম্পাদক আবু বক্কর-সিদ্দিক মিলন, ছাত্রলীগ নেতা মেহেদী হাসান প্রমুখ।