লালমনিরহাট প্রতিনিধি: সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর অব্যাহত অপপ্রচার ও কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননার প্রতিবাদে এক বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে আদিতমারী উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
রবিবার (৬ ডিসেম্বর) বিকালে উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন ।
বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন উপজেলা ছাত্রলীগের সভাপতি কামাল হোসেন সরকার। বিক্ষোভ মিছিল শেষে দলীয় কার্যালয়ে সামনে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুজ্জামান শিমুল, ছাত্রলীগের সাধারণত সম্পাদক মাইদুল ইসলাম বাবু, ছাত্রলীগের সহ-সভাপতি অনুপম রায় দোলন, ছাত্রলীগ নেতা মোনজের হোসেন চৌধুরী ও উপজেলা আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি নবীর হোসেন প্রমুখ।
তারা যেকোনো মূল্যে মৌলবাদী গোষ্ঠীর আস্ফালন বন্ধ করার আহ্বান জানান এবং সরকারকে কঠোর হস্তে দেশবিরোধী সাম্প্রদায়িক মৌলবাদী অপশক্তিকে কঠোর হস্তে দমন করার আহ্বান জানান।