কিশোরগঞ্জ স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: নিয়োগ বিধি সংশোধন করে বেতন বৈষম্য নিরসনের দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি বারো দিনের মত অব্যাহত রয়েছে।
বাংলাদেশ হেলথ এসিসটেন্ট এসোসিয়েশন নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে এ কর্মবিরতী পালন করা হয়।
কর্মবিরতী পালনের সময় বক্তব্য রাখেন কিশোরগঞ্জ উপজেলা শাখা এসোসিয়েশনের সভাপতি মনোয়ার হোসেন, এসোসিয়েশনের সদস্য আবু হানিফ, সাবিনা বেগম প্রমুখ।