লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারী উপজেলার বিভিন্ন হাটবাজারে উপজেলা কৃষি বিভাগ থেকে দেয়া কৃষি প্রণোদনার বীজ খোলা বাজারে বিক্রি করা হচ্ছেে। এমন গোপন সংবাদের ভিত্তিতে আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
সোমবার (৭ ডিসেম্বর) আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের সাপ্টিবাড়ী বাজার ও খাতাপাড়া এলাকায় দুটি বীজের দোকানে অভিযান চালিয়ে ১৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রট ও ইউএনও মুহাম্মদ মনসুর উদ্দিন।
এসময় খাতাপাড়া মাজার এলাকার বিএডিসি বীজ ও সার ডিলার আমিনুল রহমানকে ১০ হাজার টাকা ও সাপ্টিবাড়ী বাজারের কীটনাটশ বিক্রেতা আতিকুলের দোকানে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আলীনুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হোসাইন মোহাম্মদ এরশাদ ও উপ-সহকারী উদ্ভিদসংরক্ষণ অফিসার এম,এম জামান শাহীন উপস্থিত ছিলেন।
মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিন জানান, সরকারের দেয়া কৃষি প্রণোদনা এসব বীজ খোলা বাজারে বিক্রি আইনতদ্বন্ডনীয় অপরাধ। তারই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি আরো জানান, এসব প্রণোদনা বীজ কোন কোন কৃষকের কাছ থেকে ক্রয় করে খোলা বাজারে বিক্রি করা হচ্ছে, তাদের নামের তালিকা দ্রুত কৃষি বিভাগের নিকট দেয়ার জন্য ওই দুটি দোকান মালিককে নির্দেশ দেয়া হয়েছে।