পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার তোড়িয়া ইউনিয়নের সীমান্তে ৩৫৬ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির সদস্যরা।
গতকাল সোমবার (৭ ডিসেম্বর) দিনগত রাতে তোড়িয়া ইউনিয়নের ছেপড়াঝাড় নামক স্থান থেকে ফেন্সিডিল গুলো মালিকবিহীন ভাবে উদ্ধার করে বিজিব। যার আনুমানিক সিজার মূল্য প্রায় ১ লক্ষ ৪২ হাজার ৪৯০ টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বোধগাঁও বিওপি টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ খাইরুল ইসলামের নেতৃত্বে টহল দল সীমান্ত পিলার ৪০০/৩ আর হতে পূর্ব দিকে ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ ছেপড়াঝাড় নামক স্থান থেকে ৩৫৬ বোতল ভারতীয় ফেন্সিডিল গুলো উদ্ধার করে।
এদিকে অভিযান পরিচালনাকালে বিজিবি ঘটনাস্থলে পৌছালে পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ফেন্সিডিল রেখে পালিয়ে যায়।
পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক সিও লে. কর্নেল খন্দকার আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।