লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট সদর থানা পুলিশের অভিযানে সদর উপজেলার তিস্তা টোলপ্লাজা এলাকা থেকে ১৮৫০ পিস ইয়াবাসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৭ ডিসেম্বর) রাতে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্যসহ তাদেরকে গ্রেফতার করেন পুলিশ।
মঙ্গলবার (৮ ডিসেম্বর) গ্রেফতারকৃত ৩ জনকে আদালতে পাঠিয়েছেন পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেনঃ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালাটারী গ্রামের আজাদ আলীর ছেলে আশিক (২৩), একই উপজেলার ফুলমতি গ্রামের আফজাল হোসেনের ছেলে আতিকুর রহমান (২৪) ও ফরিদপুর জেলার বোয়ালিয়া উপজেলার পোয়াইল গ্রামের মৃত আক্তার ফকিরের ছেলে মিজানুর রহমান ওরফে মকিম ফকির (২৮)।
পুলিশ জানায়, কুড়িগ্রামের সীমান্ত এলাকা থেকে এসব মাদকদ্রব্য নিয়ে ৩ মাদক কারবারিরা ঢাকার উদ্দ্যেশে যাচ্ছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি দল তিস্তা টোল প্লাজা এলাকা থেকে তাদেরকে আটক করেন। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১৮৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা হয়েছে। তিনি আরো জানান, মাদক কারবারিদের আজ মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।