উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে ২৪ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী ফিরোজ আলী (৩৫)কে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার ভোররাতে অভিযান চালিয়ে উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের দক্ষিণ মধুপুর আকন্দপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। সে ওই গ্রামের মোকছেদ আলীর পুত্র।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাত থেকে থানা পুলিশ ওৎ পেতে থেকে মাদক ব্যবসায়ী ফিরোজ আলীকে আটক করে। এসময় তার দেহ তল্লাশী করে ২ বোতল ফেন্সিডিল উদ্ধার করলেও তার আপন বড়ভাই মাদক ব্যবসায়ী ফারুক মিয়া (৪২) পালিয়ে যায়। এসময় তার দেয়া স্বীকারোক্তি মোতাবেক বাড়ির পাশের্^ মাটিতে পুঁতে রাখা আরো ২২ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, ফিরোজ-ফারুক দুই ভাই দীর্ঘদিন দিন ধরে এলাকায় সুদের ব্যবসার পাশাপাশি মাদকের ব্যবসা করলেও রহস্যজনক কারণে ধরাছোয়ার বাইরে থেকে যায়।
উলিপুর থানায় অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির বলেন, আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।