র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈনের আজ জন্মদিন।
রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত র্যাব মিডিয়া সেন্টারে জন্মদিনের কেক কেটে তাকে অভিনন্দন জানান র্যাব মিডিয়া উইং এ কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা। এসময় সেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সিনিয়র সাংবাদিক, ফটো সাংবাদিক ও ভিডিও সাংবাদিক বৃন্দ।
এ সময় কমান্ডার মঈনকে ফুলেল শুভেচ্ছা জানান এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি সিনিয়র সাংবাদিক জিএম তসলিম, চ্যানেল আই এর সিনিয়র সাংবাদিক এনামুল কবির রুপম, দেশ টিভির মৌ খন্দকার, যমুনা টিভির সিনিয়র সাংবাদিক রাব্বি সিদ্দিকী সহ উপস্থিত সাংবাদিকবৃন্দরা।
গত বছরের ২৫শে মার্চ র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালকের দায়িত্ব পান কমান্ডার খন্দকার আল মঈন। এর আগে তিনি র্যাবের কমিউনিকেশন উইংয়ের পরিচালকের দায়িত্ব পালন করছিলেন। মেধাবী ও চৌকস কর্মকর্তা হিসেবে পরিচিত খন্দকার আল মঈন ২০০৭ থেকে ২০১০ সাল পর্যন্ত র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার উপ-পরিচালক হিসেবে সফলতার সহিত দায়িত্ব পালন করেন।
র্যাবের গোয়েন্দা শাখায় দায়িত্ব পালনকালে জঙ্গিদমন, চরমপন্থি এবং সন্ত্রাসীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অপারেশনে প্রশংসনীয় ভূমিকা পালন করেন।
বিশেষত ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামিকে গ্রেনেডসহ গ্রেপ্তারের প্রশংসনীয় অবদানের জন্য ২০০৯ সালে বাংলাদেশ পুলিশ মেডেলে (বিপিএম) ভূষিত হন। এ বছরেও পুলিশ সপ্তাহে একই সম্মানে ভূষিত হন র্যাবের এই জৈষ্ঠ কর্মকর্তা।
কমান্ডার মঈন ২০০০ সালের ১২ জানুয়ারি বাংলাদেশ নৌ-বাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগদান করেন।
তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ (ডিএসসিএসসি) থেকে পিএসসি সম্পন্ন করেন ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) থেকে এমএসসি ডিগ্রি অর্জন করেন। সনামধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় (এআইইউবি) থেকে এমবিএ সম্পন্ন করেন।
দেশ টাইমস নিউজ পরিবারের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন। তার উত্তর উত্তর সাফল্য কামনায় দেশ টাইমসের সকল সাংবাদিক ও কলাকুশলীবৃন্দ।