কীর্ত্তিকা সেন বিল্টু (কুড়িগ্রাম প্রতিনিধি): কুড়িগ্রামের নাগেশ্বরীতে গাঁজা ও ফেন্সিডিলসহ ৪ জন আটক করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ান ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে তাদের কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১০ ডিসেম্বর দুপুর দেড়টায় আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বগুড়ার পরিদর্শক রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ওই উপজেলার কালীগঞ্জ ইউনিয়নের মন্নেয়ার পাড় এলাকায় অভিযান চালান। এসময় তারা দেড় কেজি গাঁজাসহ ওই এলাকার মৃত খেরখেরু মিয়ার ছেলে আবু বক্কর (৫৫), তার স্ত্রী মমেনা বেগম (৪৫) ও মাধাইখাল ভবানন্দের কুটি গ্রামের মৃত ধীরেন্দ্র নাথ চৌধুরীর ছেলে কাজল চৌধুরী (৫০) কে আবু বক্করের বাড়ীর সামনের পাকা রাস্তা থেকে আটক করে। পরে এপিবিএন বগুড়ার এস.আই আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে আটককৃত ৩ জনকে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও দমন আইনে নাগেশ্বরী থানায় একটি মামলা করেন।
অপরদিকে ওই দিন দুপুর সাড়ে ১২ টায় রামখানা ইউনিয়নের পশ্চিম রামখানা মিস্ত্রিটারী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে কুড়িগ্রাম মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় তারা ৭ বোতল ফেন্সিডিলসহ মেহেদী হাসান লিটন (২৭) কে আটক করে। পরে ভারপ্রাপ্ত পরিদর্শক আব্দুর রহমান বাদী হয়ে একটি মামলা করেন।
নাগেশ্বরী থানার ওসি তদন্ত পলাশ মন্ডল এর সত্যতা নিশ্চিত করে বলেন আটককৃতদের কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।