পঞ্চগড় প্রতিনিধি: “জাতির পিতার সম্মান- রাখবো মোরা অম্লান” শ্লোগান নিয়ে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা এক প্রতিবাদ সমাবেশ করেছেন।
শনিবার (১২ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান।
উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ সহিদুল ইসলামের উপস্থাপনায় প্রতিবাদ সমাবেশে শ্লোগানের উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ হুমায়ুন কবীর, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডাঃ মোঃ আবুল কালাম আজাদ,মেডিকেল অফিসার ডাঃ মোঃ সানোয়ার হোসেন সাধন, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তোবারক হুসেন, অতিরিক্ত কৃষি অফিসার নুরজাহান খাতুন, উপজেলা রিসোর্স সেন্টারের সহকারী ইন্সট্রাক্টর আলহাজ্ব মোঃ রুহুল আমিন প্রধান, স্বাস্থ্য সহকারী মোঃ আসাদুজ্জামান প্রমুখ।
বক্তারা বলেন, জাতির পিতার সম্মান কোন ভাবেই নষ্ট হতে দেয়া যাবে না। যারা জাতির পিতার ভাস্কর্য ভাঙ্গার পায়তারা করছে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
বক্তারা আরো বলেন, বিশ্বের অনেক মুসলিম দেশে ভস্কর্য আছে। ভাস্কর্য হলো সৌন্দর্যের প্রতিক ও ভালবাসার সূচক। ভাস্কর্য আর মুর্তি এক নয়। প্রতিবাদ সমাবেশে উপজেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।