পঞ্চগড় প্রতিনিধি: কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে পঞ্চগড়ে প্রতিবাদ সভা করেছে জেলার সকল সরকারি কর্মকর্তা কর্মচারীরা। এছাড়া ভাস্কর্য ভাঙার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি পঞ্চগড় জেলা শাখা ও পঞ্চগড় চেম্বার অব কমার্সের সদস্যরা।
শনিবার (১২ডিসেম্বর) সকালে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে এই কর্মসূচি পালন করে সরকারি কর্মকর্তা কর্মচারীরা। প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ফজলুল করিম।
এ সময় জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিন, জেলা ও দায়রা জজ শরীফ হোসেন হায়দার, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদের প্রধান নির্বাহী আব্দুল আলীম খান ওয়ারেশী, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মিজানুর রহমান, পঞ্চগড় জেলা এনএসআইয়ের উপ-পরিচালক আনোয়ার হোসেন মনির, পঞ্চগড় সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জিবর রহমান, গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মির্জা সাখাওয়াত হোসেন বক্তব্য রাখেন।
‘জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান’ প্রতিপাদ্য নিয়ে পঞ্চগড় জেলা পর্যায়ের সকল কর্মকর্তা ও কর্মচারীরা এই প্রতিবাদ সভার আয়োজন করে।
এদিকে বঙ্গবন্ধুর ভাস্কর্যের অবমাননা ও সাম্প্রদায়িক উসকানির প্রতিবাদে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে আলাদাভাবে মানববন্ধন করেছে। মানববন্ধনে জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক আশরাফুল আলম, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এরশাদ হোসেন সরকার এবং জেলা থানা ও পৌর শাখার নেতারা বক্তব্য প্রদান করে।
বক্তারা বলেন, কুষ্টিয়ায় জাতির পিতার ভাস্কর্য ভাঙা জাতির জন্য এক অশনি সংকেত। একাত্তরের পেতাত্মা ও তাদের দোসরেরা স্বাধীনতার ৪৯ বছরেও জাতির পিতাকে মেনে নিতে পারেনি। তাই তারা জাতির পিতার ভাস্কর্য ভাঙার মতো দুঃসাহস দেখাচ্ছে। পাকিস্তানি এ অপশক্তি যেন আগামীতে আর মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য সকলকে সর্তক থাকার আহ্বান জানান বক্তারা।
অন্যদিকে, চেম্বার অব কমার্সের মানববন্ধনে পঞ্চগড় চেম্বার অব কমার্সের সভাপতি মোঃ শরিফ হোসেন, সাবেক সভাপতি আব্দুল হান্নান শেখ, পরিচালক কামরুজ্জামান শাহানশাহ বক্তব্য প্রদান করে।