পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় ১৮ বিজিবির ব্যাটলিয়নের সীমান্তে জনসচেতনতা সভা ও স্থানীয় প্রায় ৫’শতাধিক গরিব-দুস্থদের মাঝে মাস্ক ও শীতবস্ত্র বিতরণ করেছে।
রবিবার (১৩ ডিসেম্বর) দুপুরে তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের গোয়ালগছ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সিপাহীপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এই কম্বল বিতরণ করে বর্ডার গার্ড বাংলাদেশ পঞ্চগড় ১৮ ব্যাটালিয়ন বিজিবি।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক (সিও) লে. কর্ণেল খন্দকার আনিছুর রহমান সীমান্তে চোরাচালান, মাদক পাচার রোধ, মাদক সেবনের ক্ষতিকর দিক, নারী ও শিশু পাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ, অবৈধভাবে পাথর উত্তোলন এবং প্রতিপক্ষ বিএসএফ কর্তৃক আহত/নিহত হওয়া ও গরু চোরাচালানের উদ্দেশ্যে শূন্য লাইন অতিক্রম করে কেউ যেন ভারতের অভ্যন্তরে প্রবেশ না করে সেজন্য সকলকে প্রেরণা প্রদান করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, তেঁতুলিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহা, তেঁতুলিয়া মডেল থানার ওসি জুহুল ইসলাম, তেঁতুলিয়া কোম্পানী কমান্ডার সুবেদার হাবিবুর রহমান, গোয়ালগছ বিওপি কমান্ডার নায়েক সুবেদার উসমান গণি প্রমূখ।