শহিদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছে সর্বস্তরের মানুষ। দিবস উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচি আয়োজন করা হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) সকালে মীরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এরপর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বিভিন্ন সংগঠন।
শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। ওবায়দুল কাদের বলেন, ‘স্বাধীনতার এত বছর পরেও সেই সাম্প্রদায়িক অপশক্তি এখনও ষড়যন্ত্র করছে। শহীদ বুদ্ধিজীবী দিবসে আমাদের শপথ, তাদের যে বিষবৃক্ষ এখনও ডালপালা বিস্তার করে আছে, শেখ হাসিনার নেতৃত্বে আমরা তা সমূলে উৎপাটিত করবো।’
ভাস্কর্য ইস্যুতে বিএনপির নীরবতার ভূমিকায় থাকা নিয়ে বলেন, ‘বিএনপির নীরবতার কারণ তো পরিষ্কার। পেছন থেকে মদত দিচ্ছে তারা। তারাই এ সাম্প্রদায়িক অপশক্তির পৃষ্ঠপোষক, জঙ্গিবাদের পৃষ্ঠপোষক তা প্রমাণিত।’