যুক্তরাষ্ট্রে নতুন করে মারা গেছে ১৩শ ৭৯ জন। দেশটিতে মোট মৃত্যু তিন লাখ ছাড়িয়েছে। বিশ্বে একদিনে করোনা শনাক্ত ৫ লাখ ৩৯ হাজারের বেশি। মৃত্যু ১৬ লাখ ১৮ হাজারের বেশি এবং মোট শনাক্ত ছাড়িয়েছে সাত কোটি ২৬ লাখ।
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছে এক কোটি ৬৭ লাখ ৩৭ হাজার ২৬৭ জন। মৃত্যু হয়েছে তিন লাখ ছয় হাজার ৪৫৯ জনের।
গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণের উৎপত্তি হয়। বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস।