পঞ্চগড় প্রতিনিধি: ঐতিহ্যবাহী পঞ্চগড় চিনিকল বন্ধের প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পাটি পঞ্চগড় জেলা কমিটির উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৫ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১টা হতে পঞ্চগড় কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে
পঞ্চগড় চিনিকল বন্ধের প্রতিবাদে সিপিবির মানববন্ধনের একাংশ
সিপিবি জেলা কমিটির সভাপতি কমরেড রেজাউল ইসলামের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সিপিবি জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড আশরাফুল আলম, সম্পাদকমন্ডলীর সদস্য বীরমুক্তিযোদ্ধা ফিরোজা খন্দকার চামেলী, বীরমুক্তিযোদ্ধা এম এ,হান্নান, সাবেক ছাত্রনেতা লিহাজ উদ্দীন মানিক।
পঞ্চগড় চিনিকল ইউনিয়নের পক্ষ থেকে বক্তব্য রাখেন, শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহিম, সহ-সভাপতি রোকনুজ্জামান, দপ্তর সম্পাদক মাহফুজ খন্দকার, সমাজকল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক নবীর হোসেন খান।