পঞ্চগড় প্রতিনিধি: মোমবাতি জ্বালিয়ে শহীদ বুদ্ধিজীবীদের বিনম্র শ্রদ্ধা জানানো হয়েছে। গতকাল সোমবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় হিমালয়কন্যা থিয়েটার এর উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
সোমবার সন্ধ্যায় বোদা উপজেলার বলরাম হাট দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। এরপর শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করা হয়েছে শহীদ মিনার চত্বরে।
এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন হিমালয়কন্যা থিয়েটার এর কর্ণধার ও হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড বোদা পঞ্চগড় এর প্রোগ্রাম অফিসার (ম্যানেজমেন্ট) সিজুল ইসলাম। এতে বক্তব্য রাখেন বলরাম
মোমবাতি জ্বালিয়ে শহীদ বুদ্ধিজীবীদের বিনম্র শ্রদ্ধা নিবেদন হিমালয়কন্যা থিয়েটার এর
হাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সংস্কৃতিজন নিতাই চন্দ্র, সহকারী শিক্ষক কাওছার আহমেদ, হিমালয়কন্যা থিয়েটারের সদস্য মোনালিসা আক্তার আইরিন এবং বগুড়া সরকারি আজিজুল হক কলেজ রোভার গ্রুপের সহকারী সিনিয়র রোভার মেট রায়হান আলী মৃরাব প্রমূখ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় মুক্তিযোদ্ধা, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জন। বক্তারা, দেশে মৌলবাদী, ধর্মান্ধ ও উগ্র-সাম্প্রদায়িক গোষ্ঠীর আস্ফালন রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
তাঁরা সাম্প্রতিককালে উগ্রবাদী গোষ্ঠীর অপতৎপরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গায় যারা ইন্ধন দিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। তারা বলেন, মুজিববর্ষে এটি আমাদের জন্য একটি লজ্জাজনক অধ্যায়। একইসাথে ২০২১ সালে মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তীতে সাংস্কৃতিক আন্দোলনকে অসাম্প্রদায়িক চেতনাকে আরো বেগবান করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠান শেষে উপস্থিত সাইকেল যোগে তেঁতুলিয়া থেকে টেকনাফ ভ্রমণকারী অভিযাত্রী রোভার মেট রায়হান আলী মৃরাবের জন্য শুভ কামনা জানানো হয়।