লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে মুক্তিযোদ্ধার শিশু সন্তানকে হত্যার দায়ে ববি বেওয়া (৫০) নামের এক নারীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালত। এছাড়াও ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দেন আদালত।
যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত ববি বেওয়া লালমনিরহাট শহরের শাহাজাহান কলোনীর মৃত ইমান আলীর স্ত্রী। মামলায় অন্য ৪ আসামীকে বেকসুর খালাস দিয়েছে আদালত। খালাসপ্রাপ্তরা হলেন: শহরের শাহাজাহান কলোনীর মীনা বেগম, লিটন, নূর আলম ও আইয়ুব আলী।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিকালে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের জেলা জজ মিজানুর রহমান এই রায় ঘোষনা করেন।
আদালত ও মামলার বিবরনে জানা যায়, ২০০৯ সালর ৩ ডিসেম্বর লালমনিরহাট শহরের শাহাজাহান কলোনী এলাকার মুক্তিযোদ্ধা আবুল কাশেমের ৯ বছরর শিশু কন্যার সাথে বাড়ির পাশেই ব্রীজের নিকট দন্ডপ্রাপ্ত ববি বেওয়ার মেয়ের সাথে খাদিজা বেগম (৯) খেলাধুলা করছিল। খেলাধুলার এক পর্যায়ে শিশু দুটির মাঝে ঝগড়া বাঁধলে ববি বেওয়া নিজ মেয়ের পক্ষ নিয়ে মুক্তিযোদ্ধার শিশু খাদিজাকো কিল ঘুষি ও পাথর দিয়ে মাথায় আঘাত করেন। আঘাতে গুরুতর আহত হয় শিশু খাদিজা। শিশুটিকে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতাল পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় খাদিজাকে। দুই দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর ওই বছরের ৫ ডিসেম্বর রংপুর মেডিকল কলেজ হাসপাতালে মারা যায় শিশু খাদিজা। এ ঘটনায় ৫ জনকে আসামী করে ৩ ডিসেম্বর লালমনিরহাট সদর থানায় একটি মামলা করেন মুক্তিযোদ্ধা আবুল কাশেম। ২০১১সালের ৩ এপ্রিল আদালতে আসামীদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার কার্য শুরু করেন। মামলায় ১২ জন আসামীর স্বাক্ষ্য গ্রহন করা হয়েছে।
বিচার কার্য শেষে মঙ্গলবার (১৫ ডিসেম্বর) লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালত ববি বেওয়াকে যাবজ্জীবন কারাদন্ড ও অন্য চার আসামীকে বেকসুর খালাস দেন।