দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে যথাযোগ্য মর্যাদায় বুধবার ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালন করা হয়েছে।
সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলালীগ, ছাত্রলীগ, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ, সরকারি, বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক বীমা, সহ বিভিন্ন পেশাজীবি সংগঠন পুস্পস্তবক অর্পন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকারের সভাপতিত্বে আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে।
উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, সহাকারী কমিশনার (ভ’মি) মুহসিয়া তাবাসসুম, ওসি মনিরুজ্জামান, মুক্তিযোদ্ধা হবিবর রহমান, আবুল হোসেন, গোরাম মোস্তফা, মোস্তাক আহমেদ, সরকারি কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন, মহিলা কলেজের উপাধ্যক্ষ মেজবাইল হক, বিজুল কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. নূরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা, মাধ্যমিক শিক্ষা অফিসার নুরে আলম, প্রাথমিক শিক্ষা অফিসার মিনারা বেগম, পিআইও কাওছার আলম, দিনাজপুর সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এর সভাপতি আকরাম হোসেন, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি শাহীনুর আলম, সাধারন সম্পাদক প্রভাষক মশিহুর রহমান পাইলট স্কুলের প্রধান শিক্ষক আরমান হোসেন প্রমূখ।