পঞ্চগড় প্রতিনিধি: যথাযথ মর্যাদায় পঞ্চগড়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। গতকাল ১৬ ডিসেম্বর সূর্যদোয়ের সাথে সাথে শহরের মুক্তিযোদ্ধা চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটি শুরু হয়।
মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক, সার্কিট হাউজের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ও জেলা পরিষদের সামনে অবস্থিত বদ্ধভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
এ সময় শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মজাহারুল হক প্রধান, জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিরুল ইসলাম, জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, সজীব ওয়াজেদ জয় পরিষদ, ৭১’ এর সহযোগী মুক্তিযোদ্ধা পরিষদ, মুজিব সেনা ঐক্যলীগ, পঞ্চগড় প্রেসক্লাব, পঞ্চগড় জেলা প্রেসক্লাব, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ জেলার বিভিন্ন সরকারী, বেসরকারি, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো শহীদ বীরমুক্তিযোদ্ধা স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে।