কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরীতে প্ল্যান ইন্টার ন্যাশনালের অর্থায়ন ও ইএসডিও’র বাস্তবায়নে নিরাপদ স্কুল ইনিশিয়েটিভ প্রজেক্টের শিশুদের উদ্যোগে উপজেলা পর্যায়ে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
১৫ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে কচাকাটা ডিগ্রী কলেজ সেমিনার কক্ষে শিশু দলের প্রতিনিধি আয়শা সিদ্দিকা ইতির সভাপতিত্ব ও সানজিদা আখতারের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়। অংশ গ্রহণ করেন নাগেশ্বরী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আমিনা বেগম অনন্যা, মহিলা বিষয়ক কর্মকর্তা জিনাতারা ইয়াসমিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুল ইসলাম, প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা ইসহাক আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোফাখখারুল ইসলাম, কচাকাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম, কচাকাটা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম, কেদার ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান, কচাকাটা ইউপি চেয়ারম্যান আব্দুল আউয়াল, আবু নোমান নওশাদ, প্রকল্প ব্যবস্থাপক গোলাম ফারুক প্রমুখ। শিশু ও তরুন দলের প্রতিনিধিরা তাদের সম্পাদিত কর্মকান্ডের অভিজ্ঞতার কথা তুলে ধরেন।
উল্লেখ্য বাংলাদেশের ঝুঁকিপূর্ণ এলাকার ছেলে মেয়েদের দুর্যোগের প্রভাব কমিয়ে এনে নিরাপদ শিক্ষা এবং জেন্ডার সমতা নিশ্চিত করণের লক্ষ্যে প্ল্যান ইন্টার ন্যাশনালের অর্থায়ন ও ইএসডিও’র বাস্তবায়নে কাজ করে নিরাপদ স্কুল ইনিশিয়েটিভ প্রকল্পটি। তারা গত আড়াই বছর ধরে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নদী বেষ্টিত কচাকাটা, কেদার, বল্লভেরখাস ইউনিয়নের ৯ টি সরকারী প্রাথমিক ও ৩ টি মাধ্যামিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দুর্যোগ মোকাবেলায় দক্ষতা ও ভৌত অবকাঠামো উন্নয়নে কাজ করছে।