লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারীতে ৩ বছরের জন্য অফিসার্স ক্লাবের কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উদযাপন শেষে আদিতমারী অফিসার্স ক্লাবের হলরুমে সকলের সর্বসম্মতিক্রমে আগামী ৩ বছরের জন্য উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিনকে সভাপতি ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রওশন আলী মন্ডলকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।
কমিটির সহ-সভাপতি হলেনঃ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মোশাররফ হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক উপজেলা মৎস্য কর্মকর্তা দীপংকর পাল, কোষাধ্যক্ষ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হুসাইন মুহাম্মদ এরশাদ, প্রচার সম্পাদক উপজেলা সাব-রেজিস্টার সিরাজ হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ এ,আর,এম আল মামুন।
এছাড়াও কমিটির কার্যকরী সদস্য করা হয়েছে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলীনুর রহমান ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাধন কুমার সাহাকে।তাৎক্ষণিকভাবে আদিতমারী প্রেসক্লাব নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন।