লালমনিরহাট প্রতিনিধি: কোভিড-১৯ মহামারীতে শিক্ষার গতি ধরে রাখতে অনলাইন পাঠদান ও শিক্ষক বাতায়নে বিশেষ ভূমিকা রাখায় লালমনিরহাট জেলার ৩৫ জন শিক্ষককে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) লালমনিরহাট জেলা প্রশাসনের উদ্যোগে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আদিতমারী উপজেলার নামুড়ী মহাবিদ্যালয়ের প্রভাষক মোস্তাফিজুর রহমান মিলন ও কমলাবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিনহাজুল ইসলামসহ জেলার ৩৫ জন শিক্ষককে ‘শিক্ষক বাতায়ন সম্মাননা’ প্রদান করা হয়। জেলা প্রশাসক আবু জাফর উপস্থিত থেকে তাদের হাতে এ সম্মাননা তুলে দেন।
সম্মাননা পেয়ে সহকারী শিক্ষক মিনহাজুল ইসলাম বলেন, কাজের স্বাকৃতি পাওয়া সত্যিই আনন্দের বিষয়।
লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর বলেন, ঘরে বসে যখন শিক্ষার্থীরা অলস সময় পার করছিলো, ঠিক সেই সময় অনলাইন ক্লাসের মাধ্যমে শিক্ষা ক্ষেত্রে একটি গতি এসেছে। এ কাজের স্বীকৃতি দিতে আমরা কিছু শিক্ষককে সম্মাননা প্রদান করেছি। তিনি আরো বলেন, এতে করে শিক্ষকদের কাজে আরো আগ্রহ বৃদ্ধি পাবে।