কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরী সীমান্তে এক চোরাকারবারী ও মাদক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে দেশীয় পিস্তল, ৪ রাউন্ড গুলি, ৪৩৪ পিস ইয়াবা ও ৮ কেজি গাঁজা উদ্ধার করেছে বিজিবি। পরে নাগেশ্বরী থানায় মামলা দিয়ে উদ্ধারকৃত মালামাল জমা দিয়েছেন তারা।
মামলা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ২ টায় লালমনিরহাট-১৫ ব্যাটালিয়নের হাবিলদার রফিকুল ইসলাম অনন্তপুর বিজিবি সদস্যদের সাথে নিয়ে ওই উপজেলার রামখানা ইউনিয়নের পশ্চিম রামখানা মিস্ত্রিটারী এলাকায় চোরাকারবারী ও মাদক ব্যাবসায়ী আব্দুল শেখের ছেলে ফজলে রহমান (৫২) এর বাড়ীতে অভিযান চালায়। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে ফজলে রহমানসহ বাড়ীর সকলেই পালিয়ে যায়। পরে তারা ওই বাড়ীর টয়লেটেরে ছাদের উপর একটি বস্তা দেখতে পেয়ে তা নিচে নামিয়ে সেখান থেকে একটি দেশীয় পিস্তল, ৪ রাউন্ড গুলি, ৪৩৪ পিস ইয়াবা ও ২ পোটলায় ৮ কেজি গাঁজা উদ্ধার করে।
পরদিন বৃহস্পতিবার দুপুরে হাবিলদার রফিকুল ইসলাম বাদী হয়ে পলাতক চোরাকারবারী ও মাদক ব্যাবসায়ী ফজলে রহমানকে আসামী করে নাগেশ্বরী থানায় অস্ত্র এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ ও দমণ আইনে একটি মামলা করেন।
নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ (ওসি) রওশন কবীর এর সত্যতা নিশ্চিত করেন।