পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলায় মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা মরহুম আমিনুর রহমান প্রধান সুলতান এর স্মরণে গ্রামীণ ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার সাকোয়া ইউনিয়নের ধারাইখুড়ী মাঠে এই গ্রামীণ ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় অংশগ্রহন করে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী ও বগুড়া জেলার ১০০জন ঘোড়শোয়ারা। তারা নিজ নিজ ঘোড়া নিয়ে ৬ পর্বের প্রতিযোগিতায় অংশ নেন।
চূড়ান্ত পর্বের প্রতিযোগিতায় প্রথম হন বগুড়া জেলার লেবু হোসেন, দ্বিতীয় পঞ্চগড় জেলার বোদা উপজেলার পাঁচ পীরের লাঠু হোসেন ও তৃতীয় স্থান অধিকার করেন পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের রনি মিয়া।
খেলা শেষে বিজয়ী এবং খেলায় অংশ গ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বীর মুক্তিযোদ্ধা মরহুম আমিনুর রহমান প্রধান সুলতানের সহধর্মীনি পঞ্চগড় জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সেলিনা প্রধান।
এ সময় আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ প্রধান, জাকির হোসেন, হাফিজুর রহমান, বুলেট ইসলামসহ বিপুল সংখ্যক দর্শক মাঠের চারপাশে দাঁড়িয়ে খেলা উপভোগ করেন।