লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারী থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে একশ পিচ ইয়াবাসহ গোলজার হোসেন (৩০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে।
শুক্রবার (১৮ ডিসেম্বর) সকালে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করেছেন থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) রাতে আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নের সজিব বাজার এলাকা থেকে তাকে আটক করেছে থানা পুলিশ।
আটক মাদক কারবারি গোলজার হোসেন (৩০) উপজেলার ভাদাই ইউনিয়নের ভাদাই পশ্চিম পাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য মৃত নুর ইসলামের ছেলে।
আদিতমারী থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে ভাদাই সজিব বাজার এলাকা থেকে মাদক কারবারি গোলজার হোসেনকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে একশ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে। তিনি আরো জানান, এ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরন করা হয়েছে।