গাজীপুরের শ্রীপুর থানা এলাকায় মাওনা চৌরাস্তা থেকে ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
আজ (০১ মে) গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১ এর একটি আভিযানিক দল রাত আনুমানিক নয়টার কিছু পরে গাজীপুর জেলার শ্রীপুর মাওনা চৌরাস্তা এলাকার ইস্টার্ন ব্যাংক লিমিটেড এর সামনে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ১) মোঃ শফিকুল ইসলাম (৩৫) এবং ২) মোঃ বাবুল হোসেন (৩২) কে গ্রেফতার করে করে।
এসময় আটককৃত আসামীদের কাছ থেকে ৪০ কেজি গাঁজা, মাদক পরিবহণে ব্যবহৃত ০১ টি অ্যাম্বুলেন্স, ০৩ টি মোবাইল ফোন উদ্ধার করে র্যাব সদস্যরা।
র্যাব জানায় গ্রেফতারকৃতরা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে অ্যাম্বুলেন্সের মাধ্যমে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে গাঁজা নিয়ে এসে গাজীপুর জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীদেরকে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহনের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।