পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় কৌশিক নাহিয়ান নাবিদকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের যৌথ উদ্যোগে সোমবার (২১ ডিসেম্বর) বিকেলে বোদা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে উপজেলা যুবলীগের সভাপতি মোঃ গোলাম ফারুক এর সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মোকলেছার রহমান জিল্লুর, বোদা সরকারি পাথরাজ কলেজের অধ্যক্ষ মোঃ আমিনুল ইসলাম, বোদা মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আশরাফুল আলম লিটন। অন্যান্যদর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি অমিয় আলম অমি, সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান রম্য, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক নাসিরুল ইসলাম রানা।
উল্লেখ্য, কৌশিক নাহিয়ান নাবিদ রেলপথ মন্ত্রী ও পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি, পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনের সংসদ সদস্য এ্যাডঃ নুরুল ইসলাম সুজন এমপির সুযোগ্য পুত্র।