কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরি সহযোগিতায় সিডা এর অর্থায়নে পরিচালিত সলিডারিটির ওয়াই মুভিস প্রকল্পের ইন্টারজেনারেশনাল ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে জেলার নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক (সিসি) ও কুড়িগ্রাম জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ- পরিচালক ডাঃ নজরুল ইসলাম।
বেরুবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল মোতালেবের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা পরিবার পরিবার পরিকল্পনা কর্মকর্তা উত্তম কুমার সরকার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুরুল আমিন, সলিডারিটির নির্বাহী পরিচালক এস.এম হারুন অর রশীদ লাল, সহকারী পরিচালক আলেয়া বেগম, প্রকল্প কর্মকর্তা পবিত্র কুমার সরকার প্রমুখ।