কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে একজন কৃষক মারা গেছেন। মৃত আব্দুল মালেক (৪৭) জেলার ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের পূর্বধনিরাম গ্রামের আব্দুল লতিফের ছেলে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় এ মর্মান্তিক দুঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা গেছে, ওইদিন সকালে আব্দুল মালেক বাড়ীর পাশে বোরো বীজতলায় সেচ পাম্প দিয়ে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারাত্মক আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় পরিবারের লোকজন তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে দ্রুত ফুলবাড়ী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ফুলবাড়ী থানা অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।