পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদায় অনুষ্ঠিত হলো দেশব্যাপী উদ্যোক্তা কৃষক সমাবেশ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান। সোমবার বিকালে (২১ ডিসেম্বর) উপজেলার বলরামহাটের হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের সেমিনার হল রুমে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। বিসেফ ফাউন্ডেশন, বিকশিত বাংলাদেশ এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড যৌথভাবে দেশব্যাপী এই সমাবেশের আয়োজন করছে।
দেশব্যাপী উদ্যোক্তা কৃষক সমাবেশের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শওকত জামিল। তিনি বলেন, কৃষক আমাদের প্রাণ কৃষক বাঁচলে আমরা সকলে বাঁচতে পারবো। বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে আমরাই প্রথম কৃষকের দরজায় এসে টোকা দিচ্ছি। তাদের কৃষি বিষয়ক ঋণ প্রদানের জন্য প্রস্তুত রয়েছি কৃষকরা যাতে অতি সহজে খুব দ্রুত ঋণ নিয়ে তাদের কাঙ্খিত ফসল উৎপাদন করতে পারেন বাজারজাত করতে পারেন। সে জন্যই আমাদের স্লোগান “ভরসার নতুন জানালা” দেশব্যাপী এই উদ্যোক্তা সমাবেশের লক্ষ্য ও উদ্দেশ্য বলে জানান তিনি।
বোদা পাথরাজ সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ মাল্টা চাষি বীর মুক্তিযোদ্ধা তরিকুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব বাংলাদেশ টেলিভিশনের মাটি ও মানুষ অনুষ্ঠানের উপস্থাপক কৃষি সংগঠক রেজাউল করিম সিদ্দিক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের এটিএম তাহমিদুজ্জামান, খোরশেদ আলম, আবু রায়হান, বিসেফ ফাউন্ডেশনের কর্মকর্তা সাজ্জাদ লতিফ, কৃষক সংগঠক মোহাম্মদ আলী শিপু, আম চাষি হাজী খাদিমুল ইসলাম, মালটা চাষি আসাদুজ্জামান রিপন, চা চাষি মো. মানিক, গরুর খামারি জাকারিয়া হোসেন, মধু চাষি আবু তালেব, মাছচাষি আমির হোসেন, মুরগি চাষি হিমালয় সেন, গরুর খামারি মোছা. বেবি প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড পঞ্চগড়ের প্রোগ্রাম অফিসার মালেকা বেগম। সঞ্চালনা করেন হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড পঞ্চগড়ের প্রোগ্রাম অফিসার (ম্যানেজমেন্ট) সিজুল ইসলাম।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শওকত জামিল বলেন, দেশব্যাপী উদ্যোক্তা কৃষক সমাবেশের উদ্বোধন দেশের সর্ব উত্তরের জনপদ পঞ্চগড় থেকে শুরু হলো। এটি পর্যায়ক্রমে দেশের অধিকাংশ জেলায় অনুষ্ঠিত হবে। এরপর ঢাকায় জাতীয়ভাবে অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, কৃষক আমাদের প্রাণ। কৃষক বাঁচলে আমরা সকলে বাঁচতে পারবো। বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে আমরাই প্রথম কৃষকের দরজায় এসে টোকা দিচ্ছি। তাদের কৃষি বিষয়ক ঋণ প্রদানের জন্য প্রস্তুত রয়েছি। কৃষকরা যাতে অতি সহজে খুব দ্রুত ঋণ নিয়ে কাঙ্খিত ফসল উৎপাদন ও বাজারজাত করতে পারেন সে জন্যই আমাদের স্লোগান ‘ভরসার নতুন জানালা’।
সমাবেশে কৃষক উদ্যোক্তারা ব্যাংক ঋণ, ঋণ সরবরাহে জটিলতা, সময়ক্ষেপনসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। পরে অতিথিরা শীতার্ত সাড়ে ৩শ’ হতদরিদ্র নারীর মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন।