কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভা নির্বাচনে ত্রুটিপুর্ন কাগজ থাকায় প্রার্থী বাছাইয়ে ১ মেয়র প্রার্থীসহ ২ জনের মনোনয়ন পত্র বাতিল করেছে নির্বাচন অফিস। ২ ডিসেম্বর মঙ্গলবার এ যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপে আগামী ১৬ জানুয়ারী কুড়িগ্রামের নাগেশ্বরীসহ ৬১ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে গত ২০ ডিসেম্বর নাগেশ্বরী পৌরসভায় মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোহাম্মদ হোসেন ফাকু, ফজলুল হক ফজলু, আওয়ামীলীগ মনোনীত ফরহাদ হোসেন ধলু সওদাগর, বিএনপির শহিদুল ইসলাম, জাতীয় পার্টির বর্তমান মেয়র আব্দুর রহমান মিয়া ও ইসলামী আন্দোলন বাংলাদেশের রফিকুল ইসলাম মনোনয়নপত্র জমা দেন। ওয়ার্ড কমিশনার পদে মনোনয়ন পত্র জমা দেন ১নং ওয়ার্ডে ৭ জন, ২নং ওয়ার্ডে ৪ জন, ৩নং ওয়ার্ডে ৪ জন, ৪নং ওয়ার্ডে ৩ জন, ৫নং ওয়ার্ডে ৫ জন, ৬নং ওয়ার্ডে ৬ জন, ৭নং ওয়ার্ডে ৮ জন, ৮নং ওয়ার্ডে ৪ জন, ৯নং ওয়ার্ডে ৫ জনসহ মোট ৪৬ জন ও সংরক্ষিত মহিলা কমিশনার পদে ১,২,৩নং ওয়ার্ডে ৩ জন, ৪,৫,৬নং ওয়ার্ডে ৪ জন, ৭,৮,৯নং ওয়ার্ডে ৫ জন প্রার্থীসহ মোট ১২ জন প্রার্থী। ২২ ডিসেম্বর এর যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। এতে স্বতন্ত্র প্রার্থী ফজলুল হক ফজলুর মনোনয়নে ১শত জন ভোটারের মধ্যে ২ জন বামনডাঙ্গা ইউনিয়নের ভোটার ও ১নং ওয়ার্ড কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দেয়া হাবিবুর রহমানের হলফনামায় স্বাক্ষর না থাকায় ত্রটিপুর্ন বিববেচনায় ওই দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা। উপজেলা নির্বাচন অফিসার আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।