লালমনিরহাট প্রতিনিধি: সুস্থ্য পৃথিবী গড়ার লক্ষ্যে প্লাস্টিক টাইড টার্নার চ্যালেঞ্জ ব্যাজ সচেতনতামূলক কার্যক্রম পালন করেছেন বাংলাদেশ স্কাউটস লালমনিরহাট জেলা শাখা।
বুধবার (২৩ ডিসেম্বর) সকালে বাংলাদেশ স্কাউটসের বাস্তবায়নে লালমনিরহাট -বুড়িমারী মহাসড়কের আদিতমারী বুড়িরবাজার নামক স্থানে মানববন্ধন করেছেন তারা। মানববন্ধনে বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে রাস্তায় দাঁড়িয়েছেন প্লাস্টিক টাইড টার্নার চ্যালেঞ্জ স্কাউটস কর্মীরা।
আয়োজকরা জানান, সুস্থ্য পৃথিবী গড়ার লক্ষ্যে ওয়াল্ড স্কাউটস ব্যুরো এশিয়া প্যাসিফিক অঞ্চলের পাইলট প্রকল্প হিসেবে বাংলাদেশ স্কাউটস, সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য বিভাগ যৌথভাবে কাজ করছেন।
ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা স্কাউটস সম্পাদক মোজাম্মেল হক ও উপজেলা সম্পাদক শওকাত আরা সিদ্দিকা। মানববন্ধন শেষে প্লাস্টিক বর্জন ও এর যথাযথ ব্যবহার বিষয়ে পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।