লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারীতে পিপিআর রোগ নিমূর্লে উপজেলা ব্যাপী বিনামূল্যে পিপিআর রোগের টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৩ ডিসেম্বর) উপজেলার দুর্গাপুর ইউনিয়নে এ কর্মসূচির উদ্বোধন করেন আদিতমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) চিত্ত রঞ্জন সরকার।
প্রাণীসম্পদ অধিদপ্তরের পিপিআর রোগ নিমূল ও ক্ষুরা রোগ নিয়ন্ত্রণ প্রকল্পের সহযোগিতায় আদিতমারী উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের বাস্তবায়নে পর্যায়ক্রমে উপজেলার ৮টি ইউনিয়নে এ কর্মসূচি পালন করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আদিতমারী উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মোশাররফ হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিন ও দুর্গাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছালেকুজ্জামান প্রামানিক। এসময় উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ এ আর এম আলমামুন উপস্থিত ছিলেন।
উদ্বোধনী দিনে দুর্গাপুর ইউনিয়নে প্রায় সাড়ে ৮ হাজার ছাগলের পিপিআর রোগের টিকা প্রদান করা হয়।