কুড়িগ্রাম প্রতিনিধি: জনগনকে পাত্তা না দিয়ে এই সরকার জোর করে সাড়ে ১২ বছর ধরে ক্ষমতায় আছে। ২৩ ডিসেম্বর দুুপুরে কুড়িগ্রাম পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে ধানের শীষ প্রতীকের প্রচারনায় যোগ দিয়ে এ কথা বলেন বিএনপি’র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
তিনি বলেন, একটি কিম্ভুতকিমাকার নির্বাচন কমিশন গঠন করে রাতের অন্ধকারে তারা নির্বাচন করছে। নির্বাচন কমিশন পুর্ণগঠন এবং তাদের পদত্যাগের জন্য তারা কথা বলেছে। এরমধ্যে বোঝা যায় যে দেশে গণতন্ত্র ধ্বংস করার জন্য গণতন্ত্রের মৌলিক অধিকারগুলোও তারা ধ্বংস করেছে।
ইভিএম এ ভোট গ্রহনের বিষয়ে তিনি বলেন, ‘এটি একটি জালিয়াতির পদ্ধতি। যে সরকার সুষ্ঠ নির্বাচন দেয় না, তারা যদি কোন যন্ত্র বা মেশিন বসায়, সেখানে যে আন্তরিকতা থাকবে সেটা আমরা বিশ্বাস করি না।’
মুক্তিযোদ্ধদের নিয়ে সাম্প্রতিক বিতর্কের বিষয়ে তিনি বলেন, ওবাইদুল কাদের সাহেব বলেছেন মুক্তিযোদ্ধার পক্ষ-বিপক্ষ নিয়ে বিএনপিতে দ্বন্দ্ব চলছে। মুক্তিযোদ্ধাদের শোকজ করছে। মনের পীড়া নিবৃত্ত করা জন্য তিনি বিএনপির ওপর এ অভিযোগ দিচ্ছেন। মুক্তিযোদ্ধা হত্যা শুরুই করেছে এই আওয়ামীলীগ, এখন তারাই বড় বড় কথা বলছেন।
নির্বাচনী এ প্রচারণায় কুড়িগ্রাম পৌরসভা নির্বাচনে বিএনপি’র প্রার্থী শফিকুল ইসলাম বেবুসহ জেলা বিএনপির নেতাকর্মীরা অংশ নেন। আগামী ২৮ ডিসেম্বর কুড়িগ্রাম পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।