কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: হারবে শীত, জিতবে মানবতা এই শ্লোগানকে সামনে রেখে ডিজিটাল কিশোরগঞ্জ ফেসবুক গ্রুপের আয়োজনে ৭০ টি অসহায়, দরিদ্র ও হতদরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ৬ টি ইউনিয়নের এসব দরিদ্র ও শীতার্ত পরিবারের বাড়ি গিয়ে শীতবস্ত্র বিতরন করেন ডিজিটাল কিশোরগঞ্জ ফেসবুক গ্রপের সদস্যরা। শীতবস্ত্র বিতরনের সময় উপস্থিত ছিলেন, ডিজিটাল কিশোরগঞ্জ ফেসবুক গ্রপের প্রধান নিমার্তা রোমান চৌধুরী, গ্রুপের এডমিন আখিনুজ্জামান নিপু, সুফিয়া আক্তার বিজলি, সুমন, উজ্জল, ডিজিটাল কিশোরগঞ্জ ফেসবুক গ্রুপের মিডিয়া সদস্য ও দৈনিক ইত্তেফাক সংবাদদাতা মো: শামীম হোসেন বাবু প্রমুখ।