কিশোরগঞ্জ (নীলফামারী) সংবাদদাতা: ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাবেক সেনা সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম রফিকের মৃত্যু হয়েছে, ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত ৯ টার দিকে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের চৌধুরীর স্টান নামক স্থানে। সে রণচন্ডি ইউনিয়নের মৃত জোবেদ আলীর পুত্র এবং রণচন্ডি ইউপি চেয়ারম্যান মোকলেছুর রহমানের বিমানের জ্যাঠাতো ভাই। এ ঘটনায় গোটা উপজেলায় শোকের মাতম চলছে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, রফিকুল ইসলাম বৃহস্পতিবার ব্যাবসায়ীক কাজ শেষ করে রাত ৯ টার দিকে মোটর সাইকেলে কিশোরগঞ্জ উপজেলা সদর থেকে বড়ভিটা বাজার হয়ে নিজ বাড়ির উদ্দেশ্যে যাত্রা করে, এসময় বড়ভিটা চৌধুরীর স্টান নামক স্থানে পৌঁছালে রংপুর থেকে ছেড়ে আসা জলঢাকা গামী একটি ট্রাকের নিচে পরে গুরুত্বর আহত হয়। পরে এলাকাবাসী তাঁকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিতসাধীন অবস্থায় তার মৃত্য হয়।
রফিকুল ইসলামের ব্যাবসায়ীক পাটর্নার লুতফর রহমান লুতু জানান, রফিকুল ব্যবসায়ীক কাজ শেষ করে নিজ বাড়িতে ফিরছিল, চৌধুরীর স্টান নামক স্থানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সে গুরুত্বর আহত হয়, রংপুরে চিকিৎসাধীন অবস্থায় সে মারা গেছে, আমরা লাশ নিয়ে বাড়িতে ফিরছি।
কিশোরগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।