
পঞ্চগড়ের বোদায় সড়ক দুর্ঘটনায় মমিনুল ইসলাম (১৪) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার বোদা-পঞ্চগড় মহাসড়কের ভাসাইনগর কাজী ফিট মিলের সামনে এ ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বাবার মটরসাইকেল নিয়ে দুই বন্ধু ভীমপুকুর হতে বোদা বাজারে দিকে ঘুটতে আসছিলেন। এ সময় কাজী ফিট মিলস এলাকার সামনে কাজী ফিট এর কার্গো গাড়ীর ধাক্কায় মরিুল গুরুত্বর আহত হয়। তাকে দ্রুত বোদা সদর হাতপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ সময় তার বন্ধু গুরুতর আবস্থা হাতপাতালে ভর্তি হয়। নিহত শিক্ষার্থী পাথরাজ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৭ শ্রেণীর ছাত্র এবং ভীমপুকুর গ্রামের আনোয়ার হোসেন পুত্র।
একজন শিক্ষার্থীর নিহত হওয়ায় ঘটনায় স্থানীয় এলাকাবাসী বোদা-পঞ্চগড় মহাসড়ক অবরোধ করে রাখে। উপজেলা নির্বাহী অফিসার মো. সোলমান আলী ও বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন এবং জনগনকে শান্ত করেন।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী ট্রাকের ধাক্কায় এক ছাত্রের নিহতের বিষয়টি নিশ্চিত করেন।
since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in