শনিবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। সেতু ভেঙ্গে যাওয়ায় দীঘিনালা উপজেলার মেরুং এলাকা ছাড়াও রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলার সাথে সারাদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, গাছবোঝাই দুটি ট্রাক একই সঙ্গে বেইলি সেতুতে উঠে পড়ায় অতিরিক্ত ওজনের কারণে সেতুটি ছড়ার ওপর ভেঙ্গে পড়ে। ট্রাকগুলো মেরুং থেকে খাগড়াছড়ির দিকে আসছিলো। এসময় আরো একটি মাহেন্দ্র গাড়িও দূর্ঘটনা কবলিত হয়। তাতে ৩ জন যাত্রী সামান্য আহত হয়েছেন।
এ ঘটনার বিষয়ে খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাকির মোহাম্মদ ফয়সাল জানিয়েছেন, খবর শুনেই সড়ক বিভাগের কর্মীরা ঘটনাস্থলে ছুটে গেছেন। তবে সেতুটি পুনরায় চালু করতে কয়েকদিন সময় লেগে যেতে পারে বলে জানিয়েছেন।