ফরাসি ওই ব্যক্তির কোন উপসর্গ ছিল না এবং বর্তমানে তিনি বাড়িতে সেলফ-আইসোলেশনে আছেন। যুক্তরাজ্যে নতুন ধরণের করোনা শনাক্ত হওয়ার পর দেশটির সঙ্গে অনেকগুলো দেশই চলাচল নিষিদ্ধ করে।
যুক্তরাজ্য থেকে আসা পাঁচজনের মধ্যে করোনার নতুন ধরণের ভাইরাস পাওয়া গেছে বলে জানিয়েছে জাপান। এর আগে ডেনমার্ক, অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডেও নতুন ধরণের করোনার সন্ধান পাওয়া গেছে।