লালমনিরহাট প্রতিনিধি: “মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য ” এই স্লোগানে হ্যান্ডস ফর হিউম্যানিটির আয়োজনে লালমনিরহাটের আদিতমারীতে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (২৬ ডিসেম্বর) বিকালে আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের কুটিরপাড় ঈদগাহ মাঠে তিস্তার চরাঞ্চলের ছিন্নমূল ও শীতার্ত মানুষের মাঝে এক হাজার শীতবস্ত্র তুলে দেয়া হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আলোচনা সভায় হ্যান্ডস ফর হিউম্যানিটির টিম লিডার মনির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মোবাইল ফোনে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এম,পি।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল আলম, স্কাইলা লিমিটেডের চেয়ারম্যান মিজানুর রহমান প্রমুখ।
এসময় কালীগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান তাহির তাহু, মহিষখোচা ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী মমতাজ উদ্দিন, ছাত্রলীগ নেতা শাহাজাহান খন্দকার অরেঞ্জ উপস্থিত ছিলেন।