
টাঙ্গাইলে করোনা ভাইরাসের সংক্রমণের হার বৃদ্ধি পাওয়া অব্যাহত রয়েছে। শুক্রবার গত ২৪ ঘণ্টায় ৭৭টি নমুনা পরীক্ষা করে নতুন করে ২৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। শনান্তের হার ৩১ দশমিক ১৬ ভাগ।
এ নিয়ে শুক্রবার সকাল পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৮ হাজার ৯৯১জনে। এ দিকে করোনায় এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ২৬৯ জন। স্বাস্থ্যবিধি না মানার কারণেই জেলায় সংক্রমণের হার বাড়ছে বলে স্বাস্থ্য বিভাগ জানায়।
সিভিল সার্জন আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান বলেন, জেলায় সংক্রমণ হার বৃদ্ধি পাওয়া অব্যাহত রয়েছে। বর্তমানে কেউ স্বাস্থ্যবিধি ও মাস্ক পড়ছে না। তিনি সবাইকে জন সমাগম হয় এমনস্থানে পরিহার করার আহবান জানান। করোনা প্রতিরোধে সবাইকে সচেতন ও স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে।
since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in