কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে শীতার্তদের মাঝে শীতবস্ত্র প্রদান করেছেন বিদায়ী পুলিশ সুপার মহিবুল ইসলাম খান (বিপিএম)।
শনিবার দুপুরে জেলার ভূরুঙ্গামারী উপজেলায় বীর মুক্তিযোদ্ধা শামছুল হক চৌধুরী অডিটরিয়ামে মতিঝিল মডেল হাই স্কুল ঢাকা’র এসএসসি ব্যাচ/৯৪ এর উদ্যোগে দলিত সম্প্রদায়ের একশতসহ মোট দুইশত শীতার্ত মানুষকে তিনি এ শীতবস্ত্র প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন মতিঝিল মডেল হাই স্কুলের প্রাক্তন ছাত্র আকতার হাসান তারেক, রিয়াজ আহমেদ হিলারী, আবিদ আজিজ তপু, জিয়াউর রহমান, খাইরুল হোসেন সোহেল, শামীম হোসাইন, কুড়িগ্রাম প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক হুমায়ন কবির সূর্য্য, ভূরুঙ্গামারী প্রেস ক্লাব সভাপতি আনোয়ারুল হক প্রমুখ।
পরে বিদায়ী পুলিশ সুপারকে ভূরুঙ্গামারী প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।