কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় দুইটি গরু উদ্ধার ও এর সঙ্গে জড়িত দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার বিকেল ৪ টায় ওই উপজেলার সীমান্তবর্তী কুটিচন্দ্রখানা চোত্তাবাড়ী গ্রাম থেকে গরুসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন ওই গ্রামের মৃত আক্কেল আলীর ছেলে এরশাদ আলী (৩৬) ও আব্দুল হামিদের ছেলে হাসান আলী (২২)।
বিজিবি ও সীমান্তবাসী জানায়, গত বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার কুটিচন্দ্রখানার চোত্তাবাড়ী সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ৯৪০ এর সাব পিলার ৪ এস ঘেষে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার দিনহাটা থানার সীমান্তবর্তী কাঁটাতারের বাইরে অবস্থিত দ্বিতীয় খন্ড সিউটি-২ গ্রামের মৃত মোজাম উদ্দিনের ছেলে গোলাম মোস্তফার লাল রং এর একটি গাভীসহ বাছুর চুরি যায়। বিষয়টি সেউটি-২ ক্যাম্পের বিএসএফ সদস্যরা কাশীপুর বিজিবিকে জানায়। পরে কাশীপুর বিজিবি সদস্যরা স্থানীয়দের সহযোগীতায় শনিবার বিকেলে এরশাদ আলী ও হাসান আলীর বাড়ীতে অভিযান চালিয়ে ভারতীয় গরু দুটি উদ্ধার ও তাদের আটক করে। ওইদিন রাত সাড়ে ১০ টায় ফুলবাড়ী থানায় তাদের সোপর্দ করা হয়েছে।
রবিবার সকাল সাড়ে ১১ টায় কুটিচন্দ্রখানা সীমান্তে আন্তর্জাতিক মেইন পিলার ৯৪০ এর সাব পিলার ৩ এসের পাশে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে চুরি হওয়া গরু দুটি বিএসএফের হাতে হস্তান্তর করা হয়। এ সময় বিজিরি’র পক্ষে নের্তৃত্ব দেন কাশিপুর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মাইনুল আহসান ও ভারতীয় সেউটি-২ ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর আর,কে জোসি।
এ প্রসঙ্গে লালমনিরহাট ১৫ বিজিবি’র অধিনায়ক লে: কর্ণেল এস এম তৌহিদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।