কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুর পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী হিসাবে মনোনয়ন পেয়েছেন পৌর আওয়ামীলীগের সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা আলহাজ্ব মামুন সরকার মিঠু।
২৬ ডিসেম্বর শনিবার বাংলাদেশ আওয়ামীলীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু।
জানা গেছে, গত ৮ ডিসেম্বর পৌর আওয়ামীলীগের বর্ধিত সভায় সংগঠনের ৬৯ জন সদস্যর মধ্যে ৬২জন সদস্যসের প্রত্যেক্ষভোটে ২৫ ভোট পেয়ে প্রথম হন পৌর আওয়ামীলীগের সদস্য আলহাজ্ব মামুন সরকার মিঠু। ১৯ ভোট পেয়ে দ্বিতীয় হন পৌর আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, ১২ ভোট পেয়ে তৃতীয় হন পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু সাঈদ সরকার ও ৫ ভোট পেয়ে চতুর্থ হন উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক প্রভাষক নিমাই কুমার সিংহ। তৃনমূলের ভোটে পৌর আওয়ামীলীগের সভাপতি-সম্পাদককে হারিয়ে তারুন্যদীপ্ত আলহাজ্ব মামুন সরকার মিঠু আলোড়ন সৃষ্টি করেন। আওয়ামীলীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় তাকেই উলিপুর পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থী হিসাবে মনোনয়ন দেয়া হয়।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উলিপুর পৌরসভার নির্বাচন ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ৩১ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই আগামী ৩ জানুয়ারি। প্রার্থীতা প্রত্যাহার আগামী ১০ জানুয়ারী। এ পৌরসভায় মোট ভোটার ৩৭ হাজার ৯শ ১৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৮ হাজার ৫শ ৩৯ জন ও মহিলা ভোটার ১৯ হাজার ৩শ ৭৬ জন। নির্বাচন হবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ভোট কেন্দ্রের সংখ্যা ১৮টি, প্রত্যেকটি কেন্দ্রে ব্যালটের মাধ্যমে ভোট হবে।