লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারীতে ধান-চাল ক্রয়ের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৮ ডিসেম্বর) উপজেলা খাদ্য গুদামে ভেলাবাড়ী মিলার সেকেন্দার আলীর কাছ থেকে চাল ক্রয় করে আনুষ্ঠানিক উদ্বোধন করেন আদিতমারী উপজেলা খাদ্য কর্মকর্তা মোছা হাসনা আখতার।
এসময় উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা (ওসিএলএসডি) আ,জ,ম হাবিবুল হক, চালকল মিলার বদিউল আলম বাদল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুলতান হোসেন প্রমুখ।
উপজেলা খাদ্যগুদাম সুত্র জানায়, চলতি মৌসুমে ৩৭ টাকা কেজি দরে ১৩৭৪ মেঃটন চাল ও ২৬ টাকা কেজি দরে ৫৬৮ মেঃট ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এদিকে উপজেলায় ৭২ জন মিলারের মধ্য ৩৭ জন মিলার চুক্তিবদ্ধ হয়েছেন। এসব মিলারদের কাছ থেকে ৩৫৭ মেঃটন চাল ক্রয় করা হবে।