কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী কাজিউল ইসলাম বেসরকারীভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ২০ হাজার ৫শ ৭১ ভোট। সোমবার রাতে জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম রাকিব এ ফলাফল ঘোষণা করেন।
এ নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী কাজিউল ইসলামের নিকটতম হয়েছেন বিএনপি’র বিদ্রোহী প্রার্থী আবু বকর সিদ্দিক। তিনি নারিকেল গাছ প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ২শ ৬৪ ভোট। এছাড়াও বিএনপি প্রার্থী শফিকুল ইসলাম বেবু ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ১শ ৬৪ ভোট।
সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া পৌরসভার ২৪ টি কেন্দ্রে শান্তিপুর্ণ ভাবে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।