তৃতীয় দিনের মতো জামালপুরে চিকিৎসকদের কর্মবিরতি চলছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন রোগী
চিকিৎসকরা রবিবার থেকে জেনারেল হাসপাতাল ও জেলার সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বেসরকারি হাসপাতালগুলোতে কর্মবিরতি পালন করছেন কর্মস্থল নিরাপদ করা ও দোষীদের বিচার দাবিতে । তবে জরুরি সেবা হাসপাতালে চালু রয়েছে ।
জামালপুর জেনারেল হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে গত শুক্রবার চিকিৎসক ও রোগীর স্বজনদের মধ্যে এক সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করলে সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাসহ ৫ জন আহত হন। ঘটনার প্রতিবাদে ও জড়িত সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার, চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়ন না হলে কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানান চিকিৎসকরা।